সাভারে চলন্ত বাসে ফের ডাকাতি, যাত্রীদের স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের রাজফুলবাড়িয়া এলাকায় চলন্ত বাসে ফের ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে এ লুটপাট চালানো হয়। ডাকাত দল যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় বাসের চালক রজব আলী (৩০) ও হেলপার এমদাদুল হক (৪০)–কে জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানা হেফাজতে নিয়েছে পুলিশ।


প্রত্যক্ষদর্শীরা জানান, ইতিহাস পরিবহনের বাসটি কর্ণপাড়া ব্রিজ এলাকায় পৌঁছালে যাত্রীবেশে থাকা ডাকাত দল বাসে দেশীয় অস্ত্র উঁচিয়ে যাত্রীদের জিম্মি করে ফেলে। এক পর্যায়ে যাত্রীদের কাছে থাকা নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। পরে রাজফুলবাড়িয়া এলাকায় বাস থামিয়ে ডাকাত সদস্যরা পালিয়ে যায়।
বাসের যাত্রী সুমন সরকার বলেন, চন্দ্রা থেকে বাসে উঠি। সাভারে পৌঁছানোর পর বাসের ভেতরে কয়েকজন হঠাৎ ছুরি বের করে আমাদের জিম্মি করে ফেলে। আমার কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। অন্যদেরও স্বর্ণালঙ্কার ও মালামাল নিয়ে যায়।
বাসচালক রজব আলী বলেন, ডাকাতরা হঠাৎ অস্ত্র দেখিয়ে যাত্রীদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেয়। পরে যাত্রীরা ক্ষিপ্ত হয়ে বাসে ভাঙচুর করে। আমি ও হেলপার পাশে লুকিয়ে পড়ি।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, অস্ত্রের মুখে বাসে ডাকাতির অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছি। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
গত ২৪ মার্চ রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের একই এলাকায় চলন্ত বাসে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। পরে জড়িত সন্দেহে মানিকগঞ্জগামী শুভযাত্রা পরিবহনের বাসের চালক ও তার হেলপারকে পুলিশের হাতে তুলে দেন যাত্রীরা।
এর আগে গত ২ মার্চ সাভারের ব্যাংক টাউন এলাকার সেতু থেকে একটু সামনে ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের একটি বাসে যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় অন্তত ২০ থেকে ২৫ যাত্রীর মোবাইল ফোন ও মানিব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় ডাকাতরা।
এরও আগে গত ১৪ ফেব্রুয়ারি ঢাকাগামী শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে। সে সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অন্তত তিনজন আহত হন।
স্থানীয়রা বলছেন, এভাবে চলতে থাকলে যাত্রীদের নিরাপত্তা নিয়ে বড় শঙ্কা দেখা দেবে। তারা এ মহাসড়কে নিয়মিত টহল ও নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।