আজ পবিত্র লাইলাতুল কদর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, মার্চ ২৭, ২০২৫

আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যার পর থেকে শুরু হবে এই পবিত্র রজনী। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে শবে কদর পালিত হবে।

শবে কদরের গুরুত্ব ও ফজিলত
পবিত্র কুরআনের ভাষ্যমতে, শবে কদর হাজার মাসের চেয়েও উত্তম। এই রাতে আল্লাহর অশেষ রহমত ও বরকত বর্ষিত হয়। ধর্মপ্রাণ মুসলমানরা এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের আশায় রাতজুড়ে নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া ও জিকিরে মশগুল থাকবেন।

বিশেষ আয়োজন
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে ওয়াজ মাহফিল, মিলাদ ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। সংবাদপত্রগুলোতে বিশেষ নিবন্ধ প্রকাশ করা হবে।

সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে মুসলমানরা ইবাদতের জন্য আরও বেশি সময় দিতে পারেন।

শবে কদর উপলক্ষে সমস্ত মুসলিম উম্মাহর জন্য কল্যাণ, শান্তি ও রহমতের বার্তা বয়ে আনুক—এই কামনা সবার।

Nagad