আইজিপির পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সম্প্রতি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদমর্যাদা লাভ করেছেন। রোববার (২৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই পদমর্যাদা ঘোষণা করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ১৮ জানুয়ারি ২০১০ থেকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হিসেবে তার চাকরি জীবন শুরু করেন এবং বিভিন্ন সময়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১), পুলিশ মহাপরিদর্শক (স্ববেতনে), এবং পুলিশ মহাপরিদর্শক (সি.স. পদমর্যাদা) পদে পদোন্নতি লাভ করেন।


প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তিনি তার প্রাপ্য সকল বকেয়া বেতন, ভাতা, পেনশন এবং অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।
এছাড়া গত বছরের ২৪ নভেম্বর তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার পদে নিয়োগ পেয়েছিলেন।