ব্যারিস্টার ফুয়াদ গ্রেপ্তারের তথ্য ভুয়া: চেয়ারম্যান মঞ্জু
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হয়েছেন— এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও এটি ভুয়া ও মিথ্যা প্রোপাগান্ডা বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
রোববার (২৩ মার্চ) দিবাগত রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঞ্জু জানান, ফুয়াদের সঙ্গে কথা হয়েছে, সে ভালো আছে। তার গ্রেফতার হওয়ার সংবাদটি ভুয়া ও ভিত্তিহীন।


এর আগে মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ে। তবে এবি পার্টির পক্ষ থেকে এ ধরনের তথ্য অস্বীকার করা হয়েছে।
মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করে বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকেই একটি মহল নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে গুজব তৈরির চেষ্টা করছে।