সব ধরনের ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত

তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:তথ্য ও প্রযুক্তি প্রতিবেদক:
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি সম্প্রতি সব ধরনের ইন্টারনেটের দাম ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (২২ মার্চ) কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যার ফলে মোবাইল ইন্টারনেট এবং ব্রডব্যান্ড সার্ভিসে খরচ কমবে।

প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে ইন্টারনেটের দাম কমানোর এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সাশ্রয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারে। পাইকারি পর্যায়ে মূল্য কমানোর এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক গেটওয়ে লেভেলে সব ব্যান্ডউইথের জন্য দাম ১০ শতাংশ কমবে। এছাড়াও, ব্যাকবোন পর্যায়ে মোবাইল কোম্পানিগুলোর জন্য ডিডাব্লিউডিএম সুবিধা দেওয়া হবে, যার ফলে ট্রান্সমিশন খরচ ৩৯ শতাংশ কমবে।

ফয়েজ আহমদ আরও জানান, আগামী বছরের মাঝামাঝিতে তৃতীয় সাবমেরিন ক্যাবল সিমিউই-৬ এর সাথে যুক্ত হবে বাংলাদেশ, যা আরও উন্নত ইন্টারনেট সেবা নিশ্চিত করবে।