বাজুসের চিঠি: ৪১ জেলায় ভ্যাট ছাড়া চলছে হাজারো জুয়েলারি ব্যবসা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২৫

ঢাকার বাইরে দেশের ৪১ জেলার ২ হাজার ৩১০টি জুয়েলারি প্রতিষ্ঠান ভ্যাট নিবন্ধন ছাড়াই ব্যবসা পরিচালনা করছে। একইভাবে, ঢাকা মহানগরীর ২ হাজার ৩৩০টি জুয়েলারি প্রতিষ্ঠানেরও কোনো ভ্যাট নিবন্ধন নেই।

সম্প্রতি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে।

বাজুসের অভিযোগ
বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের সই করা ওই চিঠিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জেলায় কর ও ভ্যাট নিবন্ধনবিহীন অসংখ্য জুয়েলারি প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে। এর আগে, সংগঠনটি এনবিআরকে ঢাকার ২ হাজার ৩৩০টি নিবন্ধনবিহীন জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা দিয়েছিল।

বাজুস আরও জানিয়েছে, ভ্যাট নিবন্ধন ছাড়া ব্যবসা পরিচালনার ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। তাই, এসব জুয়েলারি প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতায় আনার জন্য এনবিআরের জরুরি হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

বাজুস চিঠিতে উল্লেখ করেছে, সরকারের যথাযথ ভ্যাট আদায়ের লক্ষ্যে কর ও ভ্যাট নিবন্ধনবিহীন ৪১ জেলার ২ হাজার ৩১০টি জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা দেওয়া হলো। আশা করছি, এসব জুয়েলারি প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনলে সরকারের রাজস্ব আহরণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

এ বিষয়ে এনবিআরের পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে ব্যবস্থা নেবে বলে ধারণা করা হচ্ছে।

Nagad