আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মাতালেন শাহরুখ, শ্রেয়া ও দিশা
অপেক্ষার প্রহর শেষে মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এর ১৮তম আসর। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে এবারের প্রতিযোগিতার। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
শনিবার (২২ মার্চ) কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে এই আসরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বলিউড বাদশাহ শাহরুখ খানের সঞ্চালনায় শুরু হয় জমকালো আয়োজন। তিনি মঞ্চে উঠে আইপিএলে অংশ নেওয়া ১০টি দলের নাম ঘোষণা করেন এবং দলগুলোর প্রতি শুভকামনা জানান।


শাহরুখ খানের আহ্বানে মঞ্চে আসেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। প্রথমেই তিনি তার বিখ্যাত গান ‘তুমি যে আমার’ পরিবেশন করেন। এরপর ‘সঞ্জু’ ছবির ‘কর ময়দান ফতে’, ‘পুষ্পা ২’-এর ‘স্বামী’সহ একাধিক জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন তিনি। শ্রেয়ার গানের পর মঞ্চে উঠে পারফর্ম করেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। নিজের ছবির বেশ কয়েকটি জনপ্রিয় গানের সঙ্গে নাচতে দেখা যায় তাকে।
কোহলি-রিঙ্কুর সঙ্গে শাহরুখের মজার মুহূর্ত
অনুষ্ঠানের একপর্যায়ে আবারও মঞ্চে ফিরে আসেন শাহরুখ খান। তিনি প্রথমেই ডেকে নেন বিরাট কোহলিকে, এরপর নিজের দলের তরুণ তারকা রিঙ্কু সিংকেও নিয়ে আসেন মঞ্চে। কিছুক্ষণ মজার আলাপের পর তিনজনকে একসঙ্গে নাচতেও দেখা যায়।
এরপর বিসিসিআই চেয়ারম্যান রজার বিনি ও আইপিএলের কর্মকর্তারা মঞ্চে আসেন। এ সময় কোহলির হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কা রাহানে ও বেঙ্গালুরুর রজত পাতিদার ট্রফি হাতে নিয়ে মঞ্চে প্রবেশ করেন। সবার উপস্থিতিতে ভারতের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এর মধ্য দিয়ে জমকালো আয়োজনের মাধ্যমে শুরু হলো আইপিএলের ১৮তম আসর।