চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ড. ইউনূসের বৈঠক ২৮ মার্চ

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৫

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের দেশের বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্ব দেবেন।

রোববার (১৬ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানিয়েছেন। তিনি বলেন, “চীন সফরে গিয়ে দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। এছাড়া, গ্যাস সরবরাহের সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার কাজ করছে এবং আশা করা যাচ্ছে যে, দ্রুত এই সমস্যাগুলো সমাধান হবে।”

শফিকুল আলম আরও জানান, আসন্ন এই সফরের আগে বাংলাদেশে চীনা রাষ্ট্রদূত ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রেস সচিব এ সময় আরও বলেন, “জাতিসংঘের মহাসচিব আমাদের দেশের সংস্কারের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে আন্তর্জাতিক প্রক্রিয়ায় সংস্কার হবে না, এটি হবে আমাদের নিজস্ব প্রক্রিয়ায়। আন্তর্জাতিক মহল আমাদের সমর্থন দিচ্ছে, তবে আমরা সেটা গ্রহণ করবো কিনা, তা এখনও বলা যাচ্ছে না।