ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ১ দিনের ছুটি ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের মৃত্যুতে ১৬ মার্চ (রোববার) বিশ্ববিদ্যালয়ে এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের রেওয়াজ অনুযায়ী আ আ ম স আরেফিন সিদ্দিকের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে ছুটির এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এতে আরও উল্লেখ করা হয়, সাবেক উপাচার্য ও অধ্যাপকের মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাজার সময় ও স্থান সম্পর্কে সবাইকে অবহিত করতে ক্যাম্পাসে মাইকিং, শোকবার্তা প্রকাশ এবং কেন্দ্রীয় মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত সব প্রথা অনুসরণ করা হয়েছে।
এছাড়া, জানানো হয় যে, অধ্যাপক আরেফিন সিদ্দিকের জানাজা ও দাফনের স্থান পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্তকে সম্মান জানাবে।
প্রসঙ্গত, গত ৬ মার্চ ঢাকা ক্লাবে কথা বলার সময় হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হন আ আ ম স আরেফিন সিদ্দিক। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ রাতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।