শিশুদের অপুষ্টি প্রতিরোধে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ শুরু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৫

সারা দেশে আজ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে প্রায় সোয়া দুই কোটি শিশুকে। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ফলে বাংলাদেশে অপুষ্টির হার কমেছে এবং শিশু ও মাতৃমৃত্যুর হারও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

স্বাধীনতার পর অপুষ্টিজনিত কারণে শিশুদের মধ্যে রাতকানা রোগের হার ছিল ৪ দশমিক ১০ শতাংশ। ১৯৭৪ সালে এই সমস্যা প্রতিরোধে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়। বর্তমানে ভিটামিন ‘এ’ অভাবজনিত রাতকানা রোগের সংখ্যা প্রায় নেই বললেই চলে।

ভিটামিন ‘এ’ শুধু অন্ধত্ব প্রতিরোধে কার্যকর নয়, এটি পাঁচ বছরের নিচে শিশুদের মৃত্যুর হার প্রায় এক চতুর্থাংশ কমিয়ে আনে। বাংলাদেশ ইতোমধ্যেই জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে বছরে দুইবার শতকরা ৯৮ শতাংশ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানোর মাধ্যমে অন্ধত্বের হার এক শতাংশের নিচে নিয়ে এসেছে।

আজকের ক্যাম্পেইনে দেশের ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ২৬ লাখ শিশুকে ১ লাখ ২০ হাজার স্থায়ী ইপিআই কেন্দ্রের মাধ্যমে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি সফল করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি উপজেলা, জেলা ও কেন্দ্রে সার্বক্ষণিক কন্ট্রোলরুম চালু থাকবে।

অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাদের ঘরে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশু আছে, তারা যেন নিকটস্থ ইপিআই টিকাদান কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান।

Nagad