সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম: জাতিসংঘের হাইকমিশনার ভলকার তুর্ক

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৫ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০২৫

বাংলাদেশে জুলাই-আগস্টে ছাত্রদের গণঅভ্যুত্থান দমন করতে সেনাবাহিনীকে অংশ না নেওয়ার জন্য সতর্ক করেছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি বলেছেন, সেনাবাহিনী এতে জড়ালে তারা শান্তিরক্ষী মিশনে অংশ নিতে পারবে না—এই বার্তা দেওয়া হয়েছিল।

সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের ‘হার্ডটক’ অনুষ্ঠানে উপস্থাপক স্টিফেন সাকারকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। বুধবার (৫ মার্চ) সংবাদমাধ্যমটির ওয়েবসাইটে এই পর্ব প্রকাশ করা হয়।

ভলকার তুর্ক বলেন, শেখ হাসিনার সরকারের সময়ে ছাত্র আন্দোলন দমন করতে নিপীড়ন চলছিল। এ সময় জাতিসংঘ থেকে সেনাবাহিনীকে সতর্ক করার পরই পরিবর্তন দেখা যায়। তার পরপরই ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন।

তিনি আরও জানান, অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পরই তাকে বাংলাদেশে একটি তথ্যানুসন্ধানী দল পাঠাতে অনুরোধ করেছিলেন। জাতিসংঘের এই পদক্ষেপে ছাত্ররা কৃতজ্ঞ ছিল বলেও উল্লেখ করেন তুর্ক।

এদিকে, ইউএসএআইডির সহায়তা বন্ধের প্রসঙ্গে ভলকার তুর্ক বলেন, এর ফলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলোর ওপর তাৎক্ষণিক প্রভাব পড়েছে। তিনি আশা প্রকাশ করেন, ওয়াশিংটন এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

সুদান, সিরিয়া এবং গাজার মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ভলকার তুর্ক। ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘের নিরলস প্রচেষ্টার কথাও জানান তিনি।

Nagad