সাবেক সচিব জিয়াউল গ্রেপ্তার: এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:১১ পূর্বাহ্ণ, মার্চ ৬, ২০২৫

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য ফাঁস ও বিক্রির মাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার করেছে সিআইডি। বুধবার বিকেলে চট্টগ্রাম থেকে তাকে গ্রেপ্তার হয়। এরপর সিআইডির সাইবার ইনভেস্টিগেশন বিভাগের একটি টিম তাকে নিয়ে ঢাকার পথে রওনা হয়।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি আশরাফুজ্জামান দৌলা জানান, এনআইডির তথ্য ব্যবহার করে ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানকে ব্যবসার অনুমতি দেওয়ার অভিযোগে ঢাকার কাফরুল থানায় একটি মামলা করা হয়। গত বছরের ৯ অক্টোবর এনামুল হক নামের এক ব্যক্তি এই মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকসহ মোট ১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, এজাহারে উল্লিখিত আসামিরা ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে এনআইডির তথ্য ফাঁস ও বিক্রির কাজে জড়িত। অভিযোগ অনুযায়ী, এই প্রতিষ্ঠানটি জাতীয় নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত না করে প্রায় ১৮২টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে এনআইডির তথ্য বিক্রি করেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় আসামিদের বিরুদ্ধে তথ্য ফাঁস, মানি লন্ডারিং ও জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। সিআইডি জানায়, জিয়াউল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে। এছাড়া, মামলায় উল্লেখিত অন্য আসামিদের বিরুদ্ধেও তদন্ত চলছে।

এই ঘটনার পর দেশজুড়ে সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এনআইডির মতো সংবেদনশীল তথ্য কীভাবে ফাঁস হলো এবং এর পেছনে কারা জড়িত—সেসব বিষয়ে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Nagad