১০ মার্চের মধ্যে নতুন বই পাবে সব শিক্ষার্থী: বিদায়ী শিক্ষা উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৫

শিক্ষা মন্ত্রণালয়ের বিদায়ী উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, ১০ মার্চের মধ্যে সারাদেশের সকল শিক্ষার্থীকে নতুন বই পৌঁছে দেওয়া হবে।

তিনি বলেন,অত্যন্ত বিশৃঙ্খল পরিস্থিতিতে অন্তবর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে। সব বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজে অস্থির অবস্থা ছিলো। তবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে সেখান থেকে বর্তমানে স্বাভাবিক পর্যায়ে আনা সম্ভব হয়েছে।

বুধবার (৫ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদকে বিদায় এবং সিআর আবরারের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

বিদায়ী উপদেষ্টা আরও বলেন, সরকারের প্রথম অগ্রাধিকার ছিল কারিকুলাম, এবং বর্তমান কারিকুলাম দুই-তিন বছর স্থির রাখা উচিত। তবে, এটি যুগোপযোগী করা প্রয়োজন।

শিক্ষকদের জন্য সুখবর জানিয়ে ড. ওয়াহিদউদ্দিন বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা, বিনোদন ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা এ বছরের ঈদুল আজহা থেকে কিছু বাড়ানোর প্রক্রিয়া চলছে। তবে তিনি কতটুকু বাড়ানো হবে, তা এখনো ঘোষণা করেননি।

তিনি আরও জানান, শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিল তৈরি করা হচ্ছে, যা আগামী বাজেটে আরও রাখা হবে। তবে পুরো ফান্ডটিকে টেকসই করতে ৩-৪ বাজেট প্রয়োজন হতে পারে।

Nagad