বুধবার থেকে ৬৪ জেলায় টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২৫

নিম্নআয়ের মানুষের জন্য আগামী বুধবার (৫ মার্চ) থেকে দেশের ৬৪ জেলায় ট্রাক সেলের মাধ্যমে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হবে। এর আগে ছয় জেলায় এ কার্যক্রম চলমান ছিল, এবার নতুন করে আরও ৫৬ জেলা এতে যুক্ত হচ্ছে।

রোববার (২ মার্চ) স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় এ তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, এক কোটি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে টিসিবির পণ্য পৌঁছে দিতে জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। চলতি মাসের ১৭ তারিখের মধ্যে সব উপকারভোগীকে স্মার্ট কার্ড পৌঁছে দিতে তিনি জেলা প্রশাসকদের আহ্বান জানান।

বাণিজ্য উপদেষ্টা আরও জানান, ৫৭ লাখ উপকারভোগী স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য পাবেন। যাদের স্মার্ট কার্ড এখনো প্রস্তুত হয়নি, তবে তালিকায় নাম রয়েছে, তারাও পণ্য পাবেন। একই সঙ্গে রমজানে মজুতদারি রোধ এবং অতিরিক্ত পণ্য কিনে সরবরাহ সংকট তৈরির বিষয়ে সতর্ক থাকতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসকদের উদ্দেশে শেখ বশিরউদ্দীন বলেন, টিসিবির উপকারভোগী নির্বাচন সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রাথমিক ধাপ। এ কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হলে জেলা প্রশাসকদের প্রতি জনগণের আস্থা ও সম্মান বৃদ্ধি পাবে।

ভার্চুয়াল সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত সচিব মো. আব্দুর রহিম খান, টিসিবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসকরা অংশ নেন।

Nagad