ডাকাতি-ছিনতাই রোধে আজই যৌথ অভিযানে নামছে র্যাব-পুলিশ
রাজধানীতে ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে আজ (সোমবার) থেকে র্যাব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) যৌথ অভিযান পরিচালনা করবে। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এ তথ্য জানিয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজশাহীর প্রাইমারি ট্রেনিং সেন্টারে আইন প্রয়োগ, মানবাধিকার ও পরিবেশ সংক্রান্ত কর্মশালায় অংশ নিয়ে তিনি বলেন, ‘রাতে ছিনতাই বেড়েছে, এমনকি দিনেও ছিনতাইয়ের ঘটনা বাড়ছে। এসব প্রতিরোধে আজ থেকেই যৌথ অভিযান শুরু হচ্ছে। আমরা দেখি এভাবে পরিস্থিতির উন্নতি হয় কিনা, না হলে অন্য পরিকল্পনায় যেতে হবে।’


আইজিপি আরও জানান, সন্ত্রাস ও চোরাকারবারিদের দমনে ‘অপারেশন ডেভিল হান্ট’ কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, ‘এ অভিযানে বড় সন্ত্রাসী ও চোরাকারবারিরা ধরা পড়ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান চলবে।’
এছাড়া, একটি গোষ্ঠীর ষড়যন্ত্রের বিষয়েও সতর্ক করে তিনি বলেন, ‘একটি গোষ্ঠী বাংলাদেশে স্থিতিশীল পরিবেশ নষ্ট করতে চায়, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।’