বরিশাল জেলা: জামায়াতের মনোনীত প্রার্থীদের নাম প্রকাশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলার ৬ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন ঘোষণা করেছে। দলটির কেন্দ্রীয় সম্মেলনের পর, গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
মনোনীত প্রার্থীরা হলেন:বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া): মাওলানা কামরুল ইসলাম খান, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া): মাস্টার আব্দুল মান্নান, বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ): অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ): অধ্যাপক মাওলানা আবদুল জব্বার
বরিশাল-৫ (সদর): অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, বরিশাল-৬ (হিজলা-মেহেন্দিগঞ্জ): অধ্যাপক মাওলানা মাহমুদুন্নবী তালুকদার।


জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াযযম হোসাইন হেলাল দলের এক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
স্থানীয় কাউন্সিলরদের মতামত এবং কেন্দ্রীয় সংগঠনের আলোচনা শেষে প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। কৌশলগত কারণে প্রার্থীদের আগেভাগে নাম ঘোষণা করা হয়েছে, যাতে তারা নির্বাচনী প্রস্তুতি শুরু করতে পারেন।