তৃতীয় বিশ্বযুদ্ধ বেশি দূরে নয়: ট্রাম্প

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২৫

তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি দাবি করেছেন, এই যুদ্ধ তিনি ঘটতে দেবেন না।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মায়ামিতে এক সম্মেলনে বক্তৃতাকালে ট্রাম্প বলেন, “আপনারা বিশ্বযুদ্ধ থেকে দূরে নন। আমি বলছি, এটি খুব কাছেই। যদি বাইডেন প্রশাসন আরও এক বছর ক্ষমতায় থাকত, তাহলে আমরা ইতোমধ্যেই তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে থাকতাম।”

তবে তার প্রশাসন যুক্তরাষ্ট্রকে কোনো বড় যুদ্ধে জড়াতে দেবে না বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা নির্বোধ, অন্তহীন যুদ্ধ থেকে মানুষকে বিরত রাখব। এতে অংশ নেব না, তবে অন্যদের চেয়ে আরও শক্তিশালী থাকব। যদি কখনো যুদ্ধ শুরু হয়, কেউ আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না।’

ট্রাম্প ইউক্রেন যুদ্ধের জন্য দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউরোপের তুলনায় ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলার বেশি ব্যয় করেছে। জেলেনস্কি আমাদের এমন একটি যুদ্ধে শত শত কোটি ডলার বিনিয়োগ করতে বাধ্য করেছেন, যা জেতা সম্ভব নয়।’

এছাড়া, ট্রাম্প জেলেনস্কিকে কটাক্ষ করে বলেন, ‘নির্বাচন ছাড়াই তিনি একজন একনায়ক।” নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লেখেন, “একজন মধ্যম মানের কৌতুক অভিনেতা যুক্তরাষ্ট্রকে এমন একটি যুদ্ধে ৩৫০ বিলিয়ন ডলার ব্যয় করতে বাধ্য করেছেন, যা কখনোই শুরু হওয়া উচিত ছিল না এবং ইউক্রেনের পক্ষে জেতাও সম্ভব নয়।’

ট্রাম্পের এসব বক্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহলে তার মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সূত্র: এএনআই

Nagad