অবৈধ সম্পদ: স্ত্রীসহ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২৫

কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলমন্ত্রী মো. মুজিবুল হক ও তার স্ত্রী হানুফা আক্তার রিক্তার বিরুদ্ধে অবৈধভাবে ১০ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ৩২৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্ষমতার পটপরিবর্তনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। প্রথম মামলায় মো. মুজিবুল হক এবং দ্বিতীয় মামলায় তিনি ও তার স্ত্রী হানুফা আক্তার রিক্তাকে আসামি করা হয়েছে।

মামলা দুটির এজাহারে বলা হয়েছে, মুজিবুল হক ও তার স্ত্রী রিক্তার অবৈধ সম্পদের পরিমাণ যথাক্রমে ৭ কোটি ৩৯ লাখ ৪১ হাজার ৩৫১ টাকা এবং ৩ কোটি ২৮ লাখ ৪৩ হাজার ৯৭৩ টাকা।

অভিযোগ আনা হয়েছে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায়।

Nagad