সরকারের সমালোচনা করব, তবে ব্যর্থ হতে দেব না: রিজভী
সরকারের সমালোচনা করা হবে, তবে তাকে ব্যর্থ হতে দেওয়া হবে না—এমন মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এখন সমালোচনা করলেও গুম বা ক্রসফায়ারের ভয় নেই।’
শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘দ্রোহের গ্রাফিতি’ বইয়ের প্রকাশনা উৎসবে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।


রিজভী অভিযোগ করে বলেন, ‘ভারতের কিছু মিডিয়া নির্লজ্জভাবে মিথ্যাচার করছে। শেখ হাসিনা না থাকায় বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে, যা তারা মেনে নিতে পারছে না।’
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে রিজভী বলেন, ‘পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা যা ইচ্ছা তা বলে বিশৃঙ্খলা উসকে দিচ্ছেন। আমাদের সচেতন থাকতে হবে, যেন কোনো নৈরাজ্যের কারণে প্রতিবিপ্লবের সুযোগ তৈরি না হয়। আমরা গণতান্ত্রিক পথেই এগিয়ে যাব।’
বিএনপির এই নেতা মনে করেন, সংস্কৃতি কর্মীরাই যেকোনো আন্দোলনের সফলতার মূল চালিকা শক্তি। তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা এবার সরকার পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যারা গ্রাফিতি করেছেন, তারা অসাধারণ কাজ করেছেন।’