ভূরুঙ্গামারীতে যুব সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড সিএনবি প্রকল্পের সহযোগিতায় এক দিনের যুব সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে শিলখুড়ী ইউনিয়ন যুব সংগঠনের অফিস কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
শিলখুড়ী ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি ডা. শামীম হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সংগঠটির উপদেষ্টা মিজানুর রহমান, ডা. মোহাম্মদ আলী, ইউপি সচিব আবুল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল কাদের, নজরুল ইসলাম ও শিলখুড়ী ইউনিয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক সীমা খাতুন।


এ সময় সংগঠনটির অর্ধ শতাধিক সদস্যের উপস্থিতিতে এতে প্রশিক্ষণ প্রদান করেন সিএনবি প্রজেক্টের ফিল্ডফেসিলিটেটর খুকি রানী ও শফিকুল ইসলাম।