ভূরুঙ্গামারীতে যুব সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

কুড়িগ্রাম প্রতিনিধি :কুড়িগ্রাম প্রতিনিধি :
প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড সিএনবি প্রকল্পের সহযোগিতায় এক দিনের যুব সংগঠন ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকালে শিলখুড়ী ইউনিয়ন যুব সংগঠনের অফিস কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

শিলখুড়ী ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি ডা. শামীম হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সংগঠটির উপদেষ্টা মিজানুর রহমান, ডা. মোহাম্মদ আলী, ইউপি সচিব আবুল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সফিকুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল কাদের, নজরুল ইসলাম ও শিলখুড়ী ইউনিয়ন যুব সংগঠনের সাধারণ সম্পাদক সীমা খাতুন।

এ সময় সংগঠনটির অর্ধ শতাধিক সদস্যের উপস্থিতিতে এতে প্রশিক্ষণ প্রদান করেন সিএনবি প্রজেক্টের ফিল্ডফেসিলিটেটর খুকি রানী ও শফিকুল ইসলাম।