নবায়নযোগ্য জ্বালানিনির্ভর মহাপরিকল্পনার আহ্বান টিআইবির

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

জীবাশ্ম জ্বালানি লবির প্রভাবমুক্ত একটি নবায়নযোগ্য জ্বালানিনির্ভর নতুন মহাপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৫ উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “জীবাশ্ম জ্বালানি নির্ভরতাকে জিইয়ে রেখে নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা নষ্ট করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার পূরণে জীবাশ্ম জ্বালানি লবির প্রভাবমুক্ত হয়ে ২০৫০ সালের মধ্যে শতভাগ নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করতে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি নতুন মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে।”

টিআইবি নবায়নযোগ্য জ্বালানির উন্নয়নে বেশ কিছু সুপারিশ করেছে, যার মধ্যে রয়েছে:

বিদ্যমান মহাপরিকল্পনা বাতিল: জীবাশ্ম জ্বালানি নির্ভর “ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান (আইইপিএমপি-২০২৩)” বাতিল করা।

স্বাধীন তদারকি কর্তৃপক্ষ গঠন: জ্বালানি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের সমন্বয়ে একটি তদারকি কর্তৃপক্ষ গঠন।

পরিবেশগত প্রভাব সমীক্ষা: পরিবেশ আইন অনুযায়ী পরিবেশগত প্রভাব যাচাই এবং দূষণ নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণ।

Nagad

টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষকে (স্রেডা) স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে রূপান্তর এবং এর কারিগরি ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধি।

টেকসই ভবিষ্যৎ” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে টিআইবি স্থানীয় ও জাতীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। দেশের ৪৫টি জেলা ও উপজেলায় সনাক, এসিজি ও ইয়েস-এর সমন্বয়ে র‌্যালি, আলোচনা সভা ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও টিআইবি আয়োজিত মানববন্ধনে ওয়াটার কিপার্স বাংলাদেশ, কর্মজীবী নারী, ধরিত্রী রক্ষায় আমরা, অ্যাকশনএইড বাংলাদেশসহ ১৫টি সংস্থা অংশ নেয়।

টিআইবির এ কর্মসূচির মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির গুরুত্ব এবং জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করার জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।