ঢাকা-ইসলামাবাদ সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা: বাংলাদেশ হাইকমিশনার
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন রবিবার (২৬ জানুয়ারি) পেশোয়ার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ইকবাল হুসাইন বলেন, ‘এটি ভ্রমণ ও যোগাযোগকে সহজ করার পাশাপাশি পর্যটন, শিক্ষা, বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াবে।’


পাকিস্তানে বাংলাদেশি পণ্যের চাহিদা বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে তিনি জানান, চট্টগ্রাম ও করাচির মধ্যে সীমিত নৌবাণিজ্যের পাশাপাশি অন্যান্য বাণিজ্যিক সম্ভাবনাও তৈরি হচ্ছে।
এছাড়া, খাইবার পাখতুনখোয়ায় স্বাস্থ্য ও শিল্প খাতে বিনিয়োগের সুযোগ এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অগ্রাধিকার বিষয়েও আলোচনা করেন তিনি।