ন্যাশনাল ব্যাংকের এমডির পদত্যাগ, ব্যাংকটি খেলাপি ঋণে জর্জরিত

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

খেলাপি ঋণে জর্জরিত আলোচিত বেসরকারি ব্যাংক ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তৌহিদুল আলম খান পদত্যাগ করেছেন। রোববার (২৬ জানুয়ারি) তিনি ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হলেও এর পেছনে ব্যাংকের আর্থিক পরিস্থিতি ও অন্যান্য বিষয় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর শিকদার পরিবার ব্যাংকটির নিয়ন্ত্রণ নিলে ব্যাংকটি বিভিন্ন আর্থিক অনিয়ম ও খেলাপি ঋণের জন্য আলোচনায় আসে।

এস আলম গ্রুপ কর্তৃক ব্যাংকটি নিয়ন্ত্রণ নেওয়ার পর গত বছর জানুয়ারিতে মো. তৌহিদুল আলম খানকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়, তবে এক বছরের মধ্যেই তার পদত্যাগ করা হলো।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির মোট ঋণের প্রায় ৫৬ শতাংশ বা ২৩ হাজার ৭২২ কোটি টাকা এখন খেলাপি।