জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে: প্রেস সচিব
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ এখনও নির্ধারণ করা হয়নি।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।


প্রেস সচিব আরও জানান, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের জন্য গঠিত টাস্কফোর্সের কাজ চলমান রয়েছে। ইতোমধ্যে নতুন করে ২৫-৩০ জনের সঙ্গে কথা বলা হয়েছে। পিবিআই যথেষ্ট শ্রম দিয়ে কাজ করছে এবং ইতিবাচক ফলাফল আশা করা যাচ্ছে।
শফিকুল আলম বলেন, রাষ্ট্রীয় গণমাধ্যমের গুরুত্ব অনস্বীকার্য। গত ৩১ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে বিটিভি নিউজ চালু হয়েছে। এ কার্যক্রমকে আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। একইসঙ্গে বাসস ও বিটিভিকে তাদের সক্ষমতা উন্নয়নে প্রয়োজনীয় স্বাধীনতা ও সহযোগিতা দেওয়া হবে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক প্রেক্ষাপটে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের গুরুত্ব বিবেচনায় এটি বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মেধা ও আধুনিক সরঞ্জামের অভাব পূরণ করে উন্নত প্রোগ্রাম এবং সংবাদ পরিবেশনের লক্ষ্যে তারা কাজ করবে।
প্রেস সচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে। এটি জাতির আকাঙ্ক্ষা এবং দায়। তার আমলে সংঘটিত অপরাধগুলো বিচারাধীন করা হবে।
তিনি দাবি করেন, বিগত সরকারের আমলে ‘আয়নাঘর’ নামের বন্দিশালায় বহু নিরীহ মানুষকে আটকে রেখে নির্যাতন করা হয়েছে। গণমাধ্যমকর্মীদের সেখানে পরিদর্শনের সুযোগ দেওয়া হবে, যাতে তারা অত্যাচারের প্রমাণ নিজের চোখে দেখতে পারেন।
ব্রিফিংয়ে প্রেস সচিব রাষ্ট্রের সার্বিক কার্যক্রমে গণমাধ্যমের স্বাধীনতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।