অনুপ্রবেশকালে ৩৬ রোহিঙ্গা আটক, সাগরে ভাসছে আরও এক নৌকা

কক্সবাজার সংবাদদাতা:কক্সবাজার সংবাদদাতা:
প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৬ রোহিঙ্গাকে আটক করেছে।

রোববার (৫ জানুয়ারি) দুপুরে টেকনাফ মুন্ডারডেইল ঘাট এলাকা দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল। আটককৃতদের মধ্যে ৫ জন নারী, ১০ জন শিশু এবং ২১ জন পুরুষ রয়েছেন।

বিজিবির টেকনাফ-২ অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে বিজিবির হেফাজতে রাখা হয়েছে। এছাড়া, বাহারছড়া ঘাট থেকে আরও একটি রোহিঙ্গা বোঝাই নৌকা সাগরে ভাসছে বলে জানা গেছে।

টেকনাফের স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম জানান, মুন্ডারডেইল ঘাট দিয়ে ৩৬ জন রোহিঙ্গা নারী-শিশুসহ একটি ট্রলারে অনুপ্রবেশ করে, বর্তমানে তারা বিজিবির হেফাজতে রয়েছে।