স্বস্তি ফেরেনি চালের বাজারে, সবজির দামে খানিকটা স্বস্তি
চালের বাজারে কয়েক সপ্তাহ ধরেই অস্থিরতা বিরাজ করছে। প্রায় সব ধরনের চালের দাম বেড়ে গেছে। বিশেষ করে মিনিকেট, নাজিরশাইল, বিআর-২৮, এবং মোটা চালের দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কর অব্যাহতির পরও চালের দামে প্রভাব পড়েনি; বরং উল্টো দাম বেড়েছে। ফলে সাধারণ ক্রেতাদের কষ্ট আরও বেড়েছে।
চালের বাজারে অবস্থা


মিনিকেট চাল: প্রতি কেজি ৮৫ টাকা (আগে ৭৫ টাকা), নাজিরশাইল চাল: প্রতি কেজি ৮৬ টাকা (আগে ৭৮ টাকা), বিআর-২৮: প্রতি কেজি ৬৫ টাকা (আগে ৬০ টাকা) , মোটা চাল: প্রতি কেজি ৫৮ টাকা (আগে ৫৫ টাকা), ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম বাড়ার কারণ দেখিয়ে মিল মালিকরা বাজার অস্থিতিশীল করছেন। অথচ নতুন ধান উঠার পর চালের দাম কমার কথা। এনবিআর থেকে শুল্ক প্রত্যাহারের সুবিধাও চালের বাজারে প্রভাব ফেলেনি।
সবজির বাজারে খানিকটা স্বস্তি
শীতের মৌসুমে সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমেছে। মুলা/শালগম: প্রতি কেজি ১৫-২০ টাকা, শিম: ২০-৪০ টাকা, গাজর: ৫০-৫৫ টাকা, বেগুন: ৪০-৫০ টাকা, ফুলকপি/বাঁধাকপি: প্রতি পিস ১৫-২০ টাকা, ডিমের দামও কিছুটা কমে ডজনপ্রতি ১৩০-১৩৫ টাকায় নেমে এসেছে। তবে মুরগি ও মাছের বাজারে দামের তেমন হেরফের হয়নি।
বাজার করতে আসা এনামুল করিম বলেন, “নতুন চাল বাজারে এসেছে, অথচ দাম কমার বদলে বাড়ছে। সবজির দামে কিছুটা স্বস্তি পেলেও চালের এই অস্বাভাবিক দাম বাড়ার কোনো কারণ বুঝতে পারছি না।”
সরকারি নীতিমালার বাস্তবায়নে কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ক্রেতারা।