হুমকি পেয়েছেন নুসরাত ইমরোজ তিশা
জনপ্রিয় অভিনেত্রী ও প্রযোজক নুসরাত ইমরোজ তিশা তার প্রযোজিত সিনেমা ‘৮৪০’ মুক্তির পর হুমকির মুখে পড়েছেন। সিনেমাটি দেশের দুঃশাসনের চিত্র তুলে ধরায় বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
বুধবার(১ জানুয়ারি) চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিশা এ তথ্য জানান। তিনি বলেন, “সিনেমাটি মুক্তির পর আমার ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন ধরনের হুমকি পেয়েছি। তবে এসব নিয়ে চিন্তা না করে দর্শকদের ভালোবাসা ও সিনেমার প্রসারেই মনোযোগ দিচ্ছি।”


‘৮৪০’ সিনেমা, যার পূর্ণ নাম ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড,’ ইতোমধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আগামীকাল শুক্রবার(৩ জানুয়ারি) থেকে এটি চ্যানেল আই, দীপ্ত টিভি ও আরটিভিতে সম্প্রচার শুরু হবে।
প্রযোজক হিসেবে প্রথমবার কাজ করা তিশা জানান, “দর্শকদের কথা মাথায় রেখে আমরা সিনেমাটি একসঙ্গে তিনটি চ্যানেলে দেখানোর সিদ্ধান্ত নিয়েছি, যা বাংলাদেশের সিনেমার ইতিহাসে প্রথম।”
ব্যবসায়িক সাফল্যের চেয়ে দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দেওয়াকে বেশি গুরুত্ব দিচ্ছেন বলেও জানান তিনি। তিশা বলেন, “বিশেষ করে শিক্ষার্থীরা সিনেমাটি দেখছে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই সিনেমাটি মানুষের মনে জায়গা করে নিক।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অভিনেতা নাসির উদ্দিন খান, মিলন শেখ, আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা, এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।
আগামীকাল থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চ্যানেল আইতে রাত ৮টা ২০ মিনিটে, আরটিভিতে রাত ৮টায় এবং দীপ্ত টিভিতে রাত সাড়ে ১০টায় সিনেমাটি প্রচারিত হবে। পাশাপাশি এটি দেশের প্রেক্ষাগৃহেও চলবে।