শেরে বাংলায় টিকিট না পেয়ে দর্শকদের ভাঙচুর ও অগ্নিসংযোগ
টিকিট নিয়ে গোলযোগ অব্যাহত। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টিকিট না পেয়ে উত্তেজিত দর্শকরা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন।
দুপুর সাড়ে ১২টার দিকে স্টেডিয়ামের পূর্ব দিকের সুইমিং পুলের পাশের অস্থায়ী টিকিট বুথে এ ঘটনা ঘটে। জানা যায়, বুথে ৩১ ডিসেম্বর পর্যন্ত টিকিট বিক্রি হলেও আজ সকালেও কিছু টিকিট বিক্রি হয়েছে। তবে দুপুরে টিকিট শেষ হয়ে যাওয়ার কথা জানানো হলে ক্ষুব্ধ দর্শকরা ৫ নম্বর গেট দিয়ে মাঠে ঢোকার চেষ্টা করেন।


মাঠে প্রবেশে ব্যর্থ হয়ে তারা অস্থায়ী টিকিট বুথ ভাঙচুর করেন এবং পাশে থাকা সুইমিং পুলে হামলা চালান। একপর্যায়ে তারা বুথে আগুন ধরিয়ে দেন।
তবে পাশেই ফায়ার সার্ভিস অফিস থাকায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ঘটনাটি নিয়ে কর্তৃপক্ষ কোনো মন্তব্য না করলেও দর্শকদের মধ্যে হতাশা ও ক্ষোভ স্পষ্ট।