শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নতির বার্তা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন আজ (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত চাওয়ার পাশাপাশি ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে।
তৌহিদ হোসেন বলেন, ‘এটি একটি একক ইস্যু হলেও আমাদের আরও অনেক স্বার্থের বিষয় রয়েছে, যা আমরা দুই দেশের মধ্যে উন্নত করতে চাই।’


রোহিঙ্গা সঙ্কট নিয়ে তৌহিদ হোসেন বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে একটি নিরাপদ পরিবেশ প্রয়োজন। তা নাহলে তারা ফিরতে চাইবে না। নতুন বছরে কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার চেষ্টা করা হবে।’
উল্লেখ্য, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ। ভারতের কাছ চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।