চক্রান্তের খেলা আবার শুরু হয়েছে: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, বাংলাদেশে আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে। এর ফলে বিএনপির চেয়ারপারসনকে ছয় বছর কারাগারে থাকতে হয়েছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশে ফেরার সুযোগ থেকে বঞ্চিত হতে হয়েছে।
বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


মির্জা ফখরুল বলেন, “বাংলাদেশে আবারও ষড়যন্ত্র চলছে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাসী দল হিসেবে বিএনপির নেতাদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে ইতিহাস সাক্ষী, এ দেশের মানুষ কখনোই এমন ষড়যন্ত্র মেনে নেবে না। বিএনপিকে ভাঙার চেষ্টা বহুবার হয়েছে, কিন্তু কখনো সফল হয়নি। বিএনপির রাজনীতি জনগণের রাজনীতি, যা চিরকাল টিকে থাকবে।”
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দেশে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়ন করতে হবে। কালবিলম্ব না করে সংকট সমাধানে ব্যবস্থা নেওয়া উচিত।”
ছাত্রদলকে “ভ্যানগার্ড” আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব বলেন, “ছাত্রদলকে এখন জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে। সাইবার দুনিয়ায় শক্ত অবস্থান নিতে হবে। সোশ্যাল মিডিয়ায় কার্যক্রম বাড়াতে হবে। ষড়যন্ত্র মোকাবিলায় মেধা ও প্রযুক্তি দিয়ে জবাব দিতে হবে।”
সভায় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির শীর্ষ নেতারা। এ সময় ছাত্রদল নেতাকর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর জোর দেওয়া হয়।