প্রশাসন ও পুলিশ সংস্কার করে নির্বাচন দিতে হবে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা কখনো থেমে থাকে না। তিনি জানান, নির্বাচন আগে বা পরে সংস্কার হওয়ার বিষয়টি অর্থহীন।

বুধবার (১ জানুয়ারি) সকালে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। মঈন খান আরও বলেন, “নতুন প্রজন্ম ভোট দিতে চায়, কিন্তু তারা এখনও ভোট দিতে পারেনি। এজন্য নির্বাচন গ্রহণযোগ্য করতে প্রশাসন ও পুলিশ সংস্কার করা প্রয়োজন।”

তিনি উল্লেখ করেন, বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে গণতন্ত্র ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং ২০২৩ সালে ২৮ অক্টোবর গত সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে।

মঈন খান আরও বলেন, “বাংলাদেশে ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, যাতে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়।”

এসময় বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন, তাদের মধ্যে স্থায়ী ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Nagad