‘থার্টি ফার্স্ট নাইট আমার কাছে আরাম করে ঘুমানোর রাত’
২০২৪ সালের শেষ প্রান্তে এসে বিদায়ী বছরের প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাব কষছেন সবাই। থার্টি ফার্স্ট নাইট কোথায় উদযাপন করবেন, সেই পরিকল্পনাও সেরে রেখেছেন অনেকে। এ তালিকায় আছেন জনপ্রিয় অভিনেত্রী আইশা খান। তবে জমকালো আয়োজন নয়, এই রাতটা পরিবারের সঙ্গে কাটাতে চান তিনি।
আইশা বলেন, “থার্টি ফার্স্ট নাইট আমার কাছে আরাম করে ঘুমানোর রাত। নতুন বছর উদযাপনের কারণে সেদিন কেউ কাজ রাখে না। ফলে সময়টা ঘুমিয়ে কাটানোর সুযোগ পাই। যদি কোনো ইভেন্ট না থাকে, আমি ঠিক এভাবেই রাতটা কাটাই।”


২০২৪ সালটি ছিল আইশার জন্য দারুণ কর্মমুখর। তিনি জানান, “সুন্দর একটি মিউজিক ভিডিও দিয়ে বছর শুরু হয়েছিল। তানিম রহমান অংশু ভাইয়ের পরিচালনায় হাবিব ওয়াহিদ ভাই ও ন্যান্সি আপুর কণ্ঠে ‘জোনাক জ্বলে’ গানের মিউজিক ভিডিওটি বেশ প্রশংসিত হয়। এরপর ‘বুক পকেটের গল্প’ নাটকটি দর্শকদের হৃদয় ছুঁয়েছে। এ ছাড়া ১৫ দিনের ব্যবধানে ওটিটিতে মুক্তি পায় ওয়েব সিরিজ ‘ফ্রেঞ্জি’, আর বড়পর্দায় আসে ‘ভয়াল’। চারটি ভিন্নধর্মী কাজ করার সুযোগ পেয়েছি, যা আমাকে অনুপ্রাণিত করেছে।”
তিনি আরও বলেন, “‘ভয়াল’ তুলনামূলকভাবে কম সাড়া পেলেও অন্য তিনটি কাজ থেকে দর্শকদের অসাধারণ প্রতিক্রিয়া পেয়েছি। এমন বৈচিত্র্যময় কাজ করতে পারাটা সত্যিই আনন্দের। নতুন বছরেও ভালো কাজ করার চেষ্টা থাকবে। ইতোমধ্যে এর প্রস্তুতিও শুরু করেছি।”
২০২৫ সালে আরও নতুন গল্প ও চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসার আশাবাদ ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।