জাহাঙ্গীর গেটে চাকরিচ্যুত সেনা সদস্যদের বিক্ষোভ, তিন দফা দাবি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৪

চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবিতে ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেটের সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ সরকারের সময়ে চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে পাঠানো সশস্ত্র বাহিনীর সদস্যরা।

রবিবার (২৯ ডিসেম্বর) সকালে ‘সহযোদ্ধা’ নামে চাকরিচ্যুত সশস্ত্র বাহিনীর সদস্যদের প্লাটফর্মের ব্যানারে তারা এ কর্মসূচি শুরু করেন। সকাল ১১টার দিকে বিক্ষোভকারীদের দেখা যায় ‘সামরিক বাহিনী সংস্কার চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’ শীর্ষক ব্যানার প্রদর্শনের পাশাপাশি ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দিতে।

এ অবস্থানের কারণে জাহাঙ্গীর গেটের সামনের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনের দীর্ঘ সারি বনানী মোড় পর্যন্ত ঠেকেছে, ফলে অফিস, স্কুল ও কলেজগামীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।

বিক্ষোভকারীদের তিন দফা দাবি হলো: ১. চাকরিচ্যুতির সময় থেকে বর্তমান পর্যন্ত সব বেতন, ভাতা ও সুযোগ-সুবিধাসহ চাকরি পুনর্বহাল করা। ২. চাকরি পুনর্বহাল সম্ভব না হলে সংশ্লিষ্ট সদস্যকে সরকারি সব সুযোগ-সুবিধাসহ পেনশনের আওতায় আনা। ৩. একতরফা বিচার ব্যবস্থার সংস্কার, যার মাধ্যমে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছিল।

তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

Nagad