বিএনপি কেন বারবার নির্বাচনের দাবি জানাচ্ছে, পরিষ্কার করলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪

বিএনপি কেন বারবার নির্বাচনের দাবি জানাচ্ছে, তার ব্যাখ্যা দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে অংশ নিয়ে তিনি দ্রুত নির্বাচনের পক্ষে বিএনপির অবস্থান তুলে ধরেন।

মির্জা ফখরুল বলেন, “আমরা নির্বাচনের কথা বলছি, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য নির্বাচনই প্রধান ফটক। তবে এই নির্বাচন হতে হবে প্রয়োজনীয় সংস্কারের পর।” তিনি উল্লেখ করেন যে, বিএনপি সংস্কারের বিরোধী নয় বরং তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কারে বরাবরই আন্তরিক।

তিনি বলেন, “আমাদের ২০১৬ সালের ‘ভিশন-২০৩০’ ডকুমেন্টে সংস্কারের বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল। ৩১ দফা দাবির মধ্যেও আমরা এসব বিষয়কে গুরুত্ব দিয়েছি।”

মির্জা ফখরুল আরও বলেন, “২০১২ সাল থেকে ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে আমাদের নেতাকর্মীদের অনেক ত্যাগ করতে হয়েছে। ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, ২০ হাজারের বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এই পরিস্থিতির মধ্যেও আমরা থেমে থাকিনি।”

তিনি বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের কাঠামো ও প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করা জরুরি। গণতান্ত্রিক চর্চার অভাবেই রাষ্ট্রে এ সংকট তৈরি হয়েছে।”

সংলাপে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যক্তি, এবং আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা অংশ নেন।

Nagad