ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

মুন্সীগঞ্জ সংবাদদাতা:মুন্সীগঞ্জ সংবাদদাতা:
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। সকালে ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

শ্রীনগর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, সকালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় পথচারীসহ পাঁচজন ঘটনাস্থলে মারা যান এবং আহত ১০ জনকে উদ্ধার করে দ্রুত ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে নেওয়ার পথে আরও কয়েকজনের মৃত্যু হয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।