নতুন পরিচয়ে রিচি সোলায়মান: শুরু করলেন বিউটি স্যালুন ব্যবসা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৪

জনপ্রিয় অভিনেত্রী রিচি সোলায়মান এবার হাজির হলেন এক নতুন পরিচয়ে। ক্যারিয়ারে বহু জনপ্রিয় নাটক উপহার দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া এই তারকা এবার নাম লিখিয়েছেন উদ্যোক্তা হিসেবে। রাজধানীর উত্তরায় ‘ইটারনাল বিউটি লাউঞ্জ’ নামে একটি বিউটি স্যালুন চালু করেছেন তিনি।

শোবিজে অনিয়মিত হলেও, নিজের নতুন উদ্যোগ নিয়ে বেশ উচ্ছ্বসিত রিচি। গণমাধ্যমকে তিনি বলেন, “এই যাত্রা শুরু করতে পেরে ভীষণ ভালো লাগছে। জীবনে যা কিছু করেছি, তা সব সময় ভালোবেসে করেছি। এখন অভিনয় কম করছি। তাই ভাবলাম, নতুন কিছু শুরু করি, যেটা নিয়ে আমি ব্যস্ত থাকতে পারব।”

উদ্যোগের মাধ্যমে নারীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন বলে জানান রিচি। “আমার প্রতিষ্ঠানে ১০ থেকে ২০ জন নারী কাজ করছেন। এদের মাধ্যমে তাদের পরিবার উপকৃত হবে। প্রতিষ্ঠান যত বড় হবে, ততই কর্মসংস্থানের সুযোগ বাড়বে,” বলেন তিনি।

১৯৮৯ সালে বিটিভির নাটক ‘ইতি আমার বোন’ দিয়ে অভিনয়জীবন শুরু করেন রিচি। এরপর অসংখ্য জনপ্রিয় নাটক-টেলিফিল্মে কাজ করেন। নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে। ২০০৮ সালে তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী রাসেকুর রহমান মালিককে বিয়ে করেন, যিনি নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত।

নিজের ব্যবসা পরিচালনার পাশাপাশি সমাজে অবদান রাখতে চান রিচি। “এটা শুধু একটি ব্যবসা নয়, এটি নারীদের ক্ষমতায়ন এবং তাদের পরিবারের উন্নতিতে ভূমিকা রাখবে,” বলেন তিনি। অভিনয়ের বাইরে নিজের উদ্যোগ দিয়ে আরও একবার ভক্তদের অনুপ্রাণিত করতে চান এই জনপ্রিয় অভিনেত্রী।

Nagad