প্রকৃত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের আহ্বান প্রধান উপদেষ্টার প্রেস সচিবের
ধারণার ওপর নয়, সঠিক তথ্যের ভিত্তিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “অনেক সময় কেবল ধারণার ওপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করা হয়। আশপাশে কয়েকটি অপরাধ ঘটলে মনে হতে পারে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। কিন্তু প্রকৃত তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করলে সঠিক চিত্র উঠে আসবে। আমরা তথ্য প্রকাশে স্বচ্ছতা চাই।”


তিনি জানান, পুলিশের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে যেন নিয়মিত অপরাধ সংক্রান্ত তথ্য প্রকাশ করে। এতে জনগণের সঙ্গে পুলিশের একটি স্বচ্ছ সম্পর্ক গড়ে উঠবে। জনগণ বুঝতে পারবে, কোথায় কী ধরনের অপরাধ ঘটছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে।
সম্প্রতি কিছু সংবাদমাধ্যমের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনের উল্লেখ করে তিনি বলেন, “অনেক প্রতিবেদনেই ভুল ধারণা সৃষ্টি হয়েছে। যদি পুলিশ থেকে সঠিক তথ্য নেওয়া হতো, তাহলে প্রকৃত চিত্রটি পাওয়া যেত।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে প্রতি মাসে হত্যার হার ২০০-৩০০ এর মধ্যে থাকে। এটি স্বাভাবিক মাত্রায় রয়েছে, যদি না কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয়।”
সাংবাদিকদের প্রতি অপরাধবিষয়ক সঠিক তথ্য যাচাই করে প্রতিবেদন তৈরি করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জনসাধারণকে সঠিক ধারণা দিতে সংবাদমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন প্রেস সচিব।