স্টারটেক পেয়েছে লেনোভোর ‘বেস্ট পারফরম্যান্স অব দ্য ইয়ার ২০২৪’ পুরস্কার
গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসীম উদ্দিন খন্দকারসহ অন্যান্য অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন স্টারটেকের উর্ধ্বতন কর্মকর্তা মো. সাজিদুর রহমান ও মোস্তাফিজুর রহমান। ছবি: শাহজালাল রোহান
দেশের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান স্টারটেক এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড লেনোভোর ‘বেস্ট পারফরম্যান্স অব দ্য ইয়ার ২০২৪’ পুরস্কার পেয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ‘লেনোভো ৩৬০ ইভল্ভ’ ইভেন্টে অত্যাধুনিক ল্যাপটপ লঞ্চের পাশাপাশি স্টারটেককে এই পুরস্কার প্রদান করা হয়। লেনোভো, ইন্টেল এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর সমন্বিত উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ, ম্যানেজিং ডিরেক্টর রফিকুল আনোয়ার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জসীম উদ্দিন খন্দকারসহ অন্যান্য অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন স্টারটেকের উর্ধ্বতন কর্মকর্তা মো. সাজিদুর রহমান ও মোস্তাফিজুর রহমান।
স্টারটেক তাদের সফলতার জন্য তাদের প্রিয় গ্রাহকদের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়েছে, যাদের আস্থা ও ভালোবাসাই তাদের প্রতিটি অর্জনের মূল ভিত্তি।
এছাড়া, অনুষ্ঠান শেষে আরও পার্টনারদেরও ভালো পারফরম্যান্সের জন্য সম্মানিত করা হয়।