মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, যা বলল প্রধান উপদেষ্টা প্রেস উইং

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪

ভিডিও থেকে নেওয়া ছবি

চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে মানহানির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

আজ সোমবার (২৩ ডিসেম্বর) প্রেস উইংয়ের এক বিবৃতিতে নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, আব্দুল হাই হত্যাসহ ৯টি মামলার আসামি। আমরা সকলকে আইন নিজের হাতে তুলে নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।