ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩৮, আহত ৯

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২৪

ছবি: আরব নিউজ

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় প্রদেশ মিনাস গেরাইসে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অন্তত ৩৮ জন নিহত এবং আরও ৯ জন আহত হয়েছেন। দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ (পিআরএফ) জানিয়েছে, ২০০৭ সালের পর এটাই দেশটির ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা।

শনিবার রাতে সাওপাওলো থেকে বাহিয়া প্রদেশের ভিতোরিয়া দা কনকুইস্টায় যাওয়ার পথে মিনাস গেরাইসে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বাসটির একটি চাকা বিস্ফোরিত হয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই বাসে আগুন ধরে যায়।

পেছন থেকে একটি গাড়িও বাসটিকে ধাক্কা দেয়, যা দুর্ঘটনার মাত্রা আরও বাড়িয়ে দেয়। গাড়িটিতেও আগুন ধরে যায়, তবে ওই গাড়ির যাত্রীরা অক্ষত ছিলেন। সংঘর্ষের পরপরই ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ফায়ার সার্ভিসের লেফটেন্যান্ট অ্যালোন্সো ভিয়েরিয়া জুনিয়র জানান, সংঘর্ষের পর আগুনে অনেক যাত্রী বাসের ভেতর আটকা পড়ে জীবন্ত দগ্ধ হন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

মিনাস গেরাইসের গভর্নর জানিয়েছেন, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং আহতদের চিকিৎসার ব্যয় প্রাদেশিক সরকার বহন করবে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, “এ দুর্ঘটনায় নিহত ও আহতদের স্বজনদের প্রতি আমাদের হৃদয় সবসময় রয়েছে।”

Nagad

এর আগে, গত নভেম্বরে আলাগোয়াস প্রদেশে একটি বাস খাদে পড়ে ১৭ জন নিহত হন।