তেলের ট্রাকে বিস্ফোরণ: পুড়ে ছাই ৪০০ ব্যারেল তেল ও ৮ দোকান
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর বাজারে তেলের ট্রাকে বিস্ফোরণের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তেলের ডিপোসহ আটটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়।


স্থানীয়রা জানান, আলিফ নামে এক ব্যবসায়ী তাহেরপুর বাজারে জ্বালানি তেলের ব্যবসা করেন। বিকেলে পদ্মা অয়েলের একটি ট্যাংকার ট্রাক থেকে তার দোকানে তেল সরবরাহ করার সময় কোনোভাবে আগুন ধরে যায়। মুহূর্তেই ট্রাকে বিস্ফোরণ ঘটে, যা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
বাগমারা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. ইব্রাহিম জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে মুদি দোকান, খাবারের হোটেল এবং ওয়ার্কশপ রয়েছে। এ ঘটনায় শুধু তেলের দোকানের প্রায় ৪০০ ব্যারেল তেল পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির নির্ধারিত পরিমাণ এখনো জানা যায়নি।