এনআইডির তথ্য বেহাত, বিসিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করল নির্বাচন কমিশন
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা সংক্রান্ত সম্পর্ক ছিন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। চুক্তি লঙ্ঘনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসি এনআইডি অধিদপ্তরের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।
রোববার (২২ ডিসেম্বর) এ বিষয়ে মহাপরিচালক জানান, বিসিসি চুক্তির শর্ত ভঙ্গ করেছে এবং এনআইডি’র তথ্য-উপাত্ত তৃতীয় পক্ষের কাছে সরবরাহ করার অভিযোগ রয়েছে। একই সঙ্গে বিসিসিকে আগামী ১৫ দিনের মধ্যে সব বকেয়া পরিশোধের অনুরোধ জানানো হয়েছে।


এনআইডি মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশন থেকে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সংখ্যা ১৮৩টি। এর মধ্যে বিসিসি অন্যতম। ২০২২ সালের ৪ অক্টোবর এনআইডি তথ্য যাচাই সেবা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বিসিসি’র চুক্তি হয়।
চুক্তি অনুযায়ী, এনআইডি তথ্য কোনোভাবেই তৃতীয় পক্ষের কাছে সরবরাহ, বিনিময় বা বিক্রি করা যাবে না। তবে বিসিসি এই শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চলতি বছরের ৩ সেপ্টেম্বর এ বিষয়ে বিসিসি’র কাছে ব্যাখ্যা চাওয়া হলে তারা কোনো জবাব দেয়নি। পরে ৬ অক্টোবর তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়। বিসিসি যে জবাব দিয়েছে, তা নির্বাচন কমিশনের কাছে সন্তোষজনক বিবেচিত হয়নি।
মহাপরিচালক আরও বলেন, চুক্তি অনুযায়ী বিসিসি নির্ধারিত সময়ের মধ্যে প্রযোজ্য ফি ও চার্জ পরিশোধ করেনি। ফলে চুক্তিটি বাতিলযোগ্য বিবেচনা করে বিসিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন বিসিসিকে ১৫ দিনের মধ্যে সব বকেয়া পরিশোধ করতে বলেছে। এছাড়া এনআইডি তথ্য সুরক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এনআইডি’র তথ্য বেহাত হওয়া নাগরিকদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন আরও সতর্কতা ও প্রযুক্তিগত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছে।