উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৪

প্রায়ত এ. এফ. হাসান আরিফ। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের ভূমি মন্ত্রণালয় ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের মৃত্যুতে সোমবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে।

রোববার (২২ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, হাসান আরিফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সোমবার দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

এছাড়া, তার রূহের মাগফেরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজন করা হবে।

হাসান আরিফ গত শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

তার প্রথম জানাজা শুক্রবার বাদ এশা ধানমন্ডির বায়তুল আমান মসজিদে, দ্বিতীয় জানাজা শনিবার বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে এবং তৃতীয় জানাজা দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত হয়। বর্তমানে মরদেহ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) হিমঘরে রাখা হয়েছে।

Nagad

পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী, তার মেয়ে কানাডা থেকে দেশে ফেরার পর সোমবার তাকে রাজধানীর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন এ. এফ. হাসান আরিফ। গত ৮ আগস্ট তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন।