অপূর্বকে নিয়ে মিথ্যাচার: ভারতীয় গণমাধ্যমের দাবিকে ভিত্তিহীন বললেন অভিনেতা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৪

ভারতের কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তার কলকাতার প্রথম সিনেমা চালচিত্র-এর প্রিমিয়ারে অংশ নিতে পারেননি হুমকির কারণে। তবে এই খবরকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন অভিনেতা নিজেই।

শুক্রবার (২০ ডিসেম্বর) কলকাতায় মুক্তি পায় প্রতিম ডি গুপ্ত পরিচালিত চালচিত্র। প্রিমিয়ারে অংশ নিতে অপূর্বের যাওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত হতে পারেননি। আনন্দবাজারসহ কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়, হুমকির কারণে ভিসা থাকা সত্ত্বেও তিনি ভারতে যেতে পারেননি।

অপূর্ব এই দাবিকে ভিত্তিহীন জানিয়ে বলেন, “এই খবরের কোনো সত্যতা নেই। আমি শুটিংয়ে ব্যস্ত থাকায় প্রিমিয়ারে যেতে পারিনি। তাদের প্রতিবেদনে আমার কোনো বক্তব্য নেওয়া হয়নি। হুমকির যে কথা বলা হয়েছে, তা একেবারেই মিথ্যা।”

এর আগে একই ধরনের গুজব ছড়িয়েছিল অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে। তিনিও সেই সময় ভারতীয় সংবাদমাধ্যমের ভিত্তিহীন দাবিকে প্রত্যাখ্যান করেছিলেন।