বিএনপির সঙ্গে ছলচাতুরী করে লাভ হবে না: রুহুল কবির রিজভী
নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে ছলচাতুরী করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত রোডম্যাপ জনগণের প্রত্যাশা পূরণ করেনি। কোনো ভুল হলে ইতিহাস ক্ষমা করবে না এবং ব্যর্থতার ফল হতে পারে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।


তিনি বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কোনো দল গঠন করলে সরকারের গ্রহণযোগ্যতা কমে যায়। গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারী সবাইকে গণতন্ত্রের মূল্যবোধকে সম্মান জানাতে হবে। তিনি আরও উল্লেখ করেন, “বাংলাদেশের জনগণ সচেতন এবং আওয়ামী লীগের কৃতকর্মের বিরুদ্ধে সচেতনভাবে সোচ্চার।”
রিজভী অভিযোগ করেন, “পতিত শেখ হাসিনার আশ্রয় নেওয়া দেশের সরকার বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ৭ নভেম্বর ছিল আওয়ামী লীগের কৃতকর্মের প্রতিবাদ এবং ৯০-এর গণতান্ত্রিক আন্দোলন বিএনপির জন্য গর্বের বিষয়। আওয়ামী লীগ এসব অর্জনে গর্ব করতে পারে না।”
বক্তারা আন্দোলন-সংগ্রামে বিএনপির ঐতিহাসিক ভূমিকা ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।
এসময় উপস্থিত ছিলেন- আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, বিএনপির কেন্দ্রীয় সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, জাতীয় প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য নাজমুল হাসান, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদাত হোসেন প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন- মোহাম্মদপুর থানা বিএনপির আহ্বায়ক শুকুর মাহমুদ, জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদ আওয়াল, হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজিব, আদাবর থানা যুবদল নেতা রাফি উদ্দিন ফয়সাল, সাকিবুল হোসেন, মাহফুজ, জিয়া সাইবার ফোর্সের সিনিয়র যুগ্ম-সম্পাদক রাজিবুল ইসলাম, ছাত্রদল নেতা নুর হোসেন, শারিফুল, মোহান, মিসবাহ, রুবেল, মাসুম প্রমুখ।