ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন ভর্তি ২৭৪ জন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭৪ জন।

বুধবার (১৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৭৮ জন রাজধানী ঢাকার এবং বাকি ১৯৬ জন ঢাকার বাইরের। এ সময় চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৫৪ জন।

ঢাকার বাইরে বিভাগভিত্তিক নতুন রোগীদের সংখ্যা হলো: খুলনা বিভাগে ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪১ জন, বরিশালে ৩৩ জন, ময়মনসিংহে ৯ জন, রাজশাহীতে ৪ জন, রংপুরে ৩ জন এবং সিলেটে দুইজন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের শুরু থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯৯ হাজার ৫৬৯ জন, যার মধ্যে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন ৯৭ হাজার ৬৬৫ জন।

মৃত্যুর ক্ষেত্রে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় সর্বোচ্চ ২৩৩ জনের মৃত্যু হয়েছে। ঢাকার উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০৩ জন, বরিশালে ৫৮ জন, চট্টগ্রামে ৫২ জন, খুলনায় ৩৩ জন, ময়মনসিংহে ১৬ জন, রাজশাহীতে ৮ জন এবং রংপুর বিভাগে ৩ জন মারা গেছেন।

Nagad

স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে মশার বিস্তার রোধ এবং সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন।