দাপুটে পারফরম্যান্সে সিরিজ জিতল টাইগাররা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চেপে ধরেছিল টাইগাররা। যদিও ব্যাটিংয়ে প্রত্যাশিত রান তুলতে পারেনি বাংলাদেশ, তবে বোলারদের দাপটে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৭ রানের জয় তুলে নেয় দল। এই জয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা।

বুধবার (১৮ ডিসেম্বর) সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করে মাত্র ১২৯ রান। জবাবে ক্যারিবীয়রা ১৮.৩ ওভারে ১০২ রানে গুটিয়ে যায়।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইন্ডিজকে চাপে ফেলেন তাসকিন আহমেদ। তার তোপে ব্র্যান্ডন কিং ও আন্দ্রে ফ্লেচার দ্রুত সাজঘরে ফেরেন। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে উইন্ডিজ ব্যাটিং লাইনে ধস নামে। সর্বোচ্চ ৩২ রান করেন রোস্টন চেজ, তবে তা যথেষ্ট ছিল না।

বাংলাদেশের হয়ে তাসকিন ৩.৩ ওভারে মাত্র ১৬ রানে শিকার করেন ৩ উইকেট। তাকে সঙ্গ দেন সাকিব আল হাসান, মেহেদী হাসান ও রিশাদ হোসেন, যারা প্রত্যেকে নেন দুটি করে উইকেট।

এর আগে বাংলাদেশের ইনিংসে শামীম হোসেনের ১৭ বলে ঝড়ো ৩৫ রান দলকে সম্মানজনক স্কোরে পৌঁছাতে সাহায্য করে। এদিন ম্যাচ সেরার পুরস্কারও জিতে নেন শামীম।

টাইগারদের এমন দাপুটে জয়ে সিরিজ নিশ্চিত হওয়ায় পুরো দলের আত্মবিশ্বাস তুঙ্গে। শুক্রবার শেষ ম্যাচে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামবে তারা।

Nagad