হজযাত্রী নিবন্ধনের সময় শেষবারের মতো বাড়লো

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

হজযাত্রী নিবন্ধনের সময় শেষবারের মতো আরও ১০ দিন বাড়ানো হয়েছে। আগামী বছরের হজে যেতে আগ্রহীদের ২৬ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এ নিয়ে কয়েক দফা সময় বাড়ানো হলো।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৫ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে জানানো যাচ্ছে যে, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধনের সময় ২৬ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এই সময়ের মধ্যে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করা যাবে। পাশাপাশি হজ প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, এই সময়সীমা পার হলে আর নিবন্ধনের সময় বাড়ানো হবে না।

আগে নির্ধারিত সময় অনুযায়ী হজযাত্রী নিবন্ধনের শেষ তারিখ ছিল ১৫ ডিসেম্বর। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।