ইভিএম বাদ দিয়ে ব্যালটে হবে জাতীয় নির্বাচন: সিইসি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:০৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। সংগৃহীত ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামী নির্বাচন পুরোপুরি ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

এদিকে, সোমবার (১৬ ডিসেম্বর) নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ জানিয়েছিলেন, নির্বাচন কমিশন ২০২৫ সালের শেষ অথবা ২০২৬ সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ভোটার তালিকা হালনাগাদ ও নির্বাচন ব্যবস্থার সংস্কার সাপেক্ষে আগামী জাতীয় নির্বাচন ২০২৫ সালের শেষদিকে কিংবা ২০২৬ সালের প্রথমার্ধে আয়োজন করা হতে পারে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ভোটার তালিকা হালনাগাদ করা একটি বড় চ্যালেঞ্জ। বিগত তিনটি নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের সুযোগ কম থাকায় তালিকা যাচাই-বাছাই যথাযথভাবে করা সম্ভব হয়নি। তাই নতুন ভোটারদের নাম যুক্ত করে একটি নির্ভুল ভোটার তালিকা প্রণয়নই এখন নির্বাচন কমিশনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।

ড. ইউনূস জানান, এবারের নির্বাচনে বহু তরুণ-তরুণী প্রথমবারের মতো ভোট দেবেন। তাদের এই ভোটাধিকার নিশ্চিত করা এবং নির্বাচনকে স্মরণীয় করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

Nagad