বাগেরহাটে ১৪৪ ধারা জারি

বাগেরহাট (মোংলা) প্রতিনিধি:বাগেরহাট (মোংলা) প্রতিনিধি:
প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৪

বাগেরহাটের কচুয়া উপজেলার গোয়ালমাঠ এলাকায় বিএনপির দুই গ্রুপের সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান আহ্বানের কারণে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম আবু নওশাদ স্বাক্ষরিত এক আদেশে এ নির্দেশ জারি করা হয়।

প্রশাসনের আদেশ অনুযায়ী, বাগেরহাটের গোয়ালমাঠ রশিক লাল মাধ্যমিক বিদ্যালয় মাঠ এবং মাজেদা বেগম কৃষি প্রযুক্তি কলেজ মাঠসহ চারপাশের ১ কিলোমিটার এলাকায় সব ধরনের জনসমাগম, সভা-সমাবেশ এবং আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে জরুরি পরিষেবা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম এর আওতার বাইরে থাকবে।

কচুয়া উপজেলার বিএনপির উদ্যোগে জনসভা এবং সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। উভয় অনুষ্ঠানস্থল পাশাপাশি হওয়ায় উভয় পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বিরোধ ও সহিংসতার আশঙ্কা তৈরি হয়।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ বলেন, ‘উভয় অনুষ্ঠানস্থল খুবই নিকটবর্তী। একাধিক গোয়েন্দা তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে সম্ভাব্য সংঘর্ষ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’

প্রশাসনের এই আদেশের মাধ্যমে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় উপজেলা প্রশাসন।

Nagad